Monday, July 14, 2025
বাড়িরাজ্যকংগ্রেসের মিছিল ঘিরে উত্তপ্ত পোস্ট অফিস চৌমুহনি এলাকা

কংগ্রেসের মিছিল ঘিরে উত্তপ্ত পোস্ট অফিস চৌমুহনি এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন :দেশব্যাপী আদিবাসী, তপশিলি জাতি, ওবিসি এবং সংখ্যার লঘুদের উপর অত্যাচার অপমান ও নির্যাতন চলছে। এর বিরুদ্ধে সরব হলো সদর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। মিছিল শুরুর আগে তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, পাগলের মত বক্তব্য রেখে যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর নিজ কথা রাখতে পারছেন না। বুধবার সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে শাসক দলের কর্মী সমর্থকরা। একটা বিরাট অংশের সমাজ বিরোধীরা শাসকদলের ছত্রছায়ায় থেকে এগুলি করে চলেছে। এবং পুলিশের ভূমিকা ঠুঁটো জগন্নাথ ও কাপুরুষের মতো। রাজ্যের এই অপশাসনের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে বলে জানান তিনি। তারপর মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম আগরতলা থানার সামনে আসতেই আচমকাই উত্তেজিত হয়ে ওঠে কংগ্রেস কর্মী সমর্থকরা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। পুলিশ থানার গেট লাগিয়ে ফেলে। কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে সরাসরি ময়দানে নামেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি কর্মী সমর্থকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পোস্ট অফিস এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!