স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি সহ একাধিক অভিযোগ তুলে ১৫ দফা দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সদর মহকুমার শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মিছিলটি শুরু হয়ে তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্প থেকে। মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, আশিস দাস সহ অন্যান্যরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমার শাসক অফিসে আসে।
সেখানে সদর মহকুমা শাসক অসীম সাহার কাছে ডেপুটেশন প্রদান করে। মিছিলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক জানান, তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষ করছে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এ মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার দরকার। রাজ্যের বিরোধী দলগুলোর উপর লাগাতার সন্ত্রাস চলছে। আক্রমণের শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও। রাজ্যে এছাড়াও বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। মিসকল দিলে চাকরি মিলছে না বেকারদের। কর্মচারীদের সাথে সরকার প্রতারণা করেছে। সপ্তম পে কমিশন দেওয়ার নাম করে প্রতিষ্ঠিত হয়ে কর্মচারীদের সাথে প্রতারণা করেছে। প্রতিদিন কর্মচারিদের মর্যাদাহানি হচ্ছে। এবং রাজ্যে গ্রাম পাহাড়েও কাজ নেই, খাদ্য নেই। তাই আন্দোলনের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবং সারা রাজ্যে মহকুমা শাসকদের কাছে ১৫ দফা দাবি সনদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি। রাজ্যের আপামর জনগণের জন্য আন্দোলন তৃণমূল কংগ্রেসের অব্যাহত থাকবে। আগামী ২ জানুয়ারি দু’দিন রাজ্য সফরে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনার রাজ্য সফর ঘিরে একাধিক কর্মসূচি গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সফরে এসে আক্রান্ত হওয়া সমস্ত কর্মী সমর্থকদের বাড়িতে যাবেন। এবং তাদের সাথে কথা বলবেন বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিকে এদিন বনমালীপুর তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্পে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ভারতের জনতা পার্টির জাতীয় কার্য সমিতির সদস্য বিভুরাম রিয়াং, জনজাতি মোর্চার সহ-সভাপতি বিনয় রিয়াং, সিপাহীজলা জেলার জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সরতল জমাতিয়া, কংগ্রেস নেতা নরেন্দ্র রিয়াং, চরিলাম মন্ডলের প্রাক্তন সভাপতি অমূল্য দেববর্মা, কংগ্রেসের সুবোধ ত্রিপুরা, বিজেপি ধলাই জেলার জনজাতির মোর্চার প্রাক্তন সভাপতি কর্ণলাল জমাতিয়া সহ অনেকে যোগদান করে বলে জানান সুবল ভৌমিক। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।