Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যকংগ্রেস কখনো ত্রিপুরাকে ভালোবাসে নি : সাংসদ বিপ্লব

কংগ্রেস কখনো ত্রিপুরাকে ভালোবাসে নি : সাংসদ বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন :কংগ্রেস কখনো ত্রিপুরাকে ভালোবাসে নি। ত্রিপুরার জনজাতিকে সম্মান করেনি। তার কারণে কমিউনিস্ট পার্টি লম্বা সময় ক্ষমতায় ছিল। নৃপেন বাবু এসে জনজাতিদের মাঝখানে  কাজ করেছে। এরপর ভারতীয় জনতা পার্টি জন জাতিদের জন্য কাজ শুরু করছে। এই পার্টিতে তিপ্রা মথা রয়েছে। জনজাতিদের বড় মাত্রায় এমপি রয়েছে। কংগ্রেস কখনো করেনি। কংগ্রেস আগরতলায় বসে মিস ভ্যালু তৈরি করার জন্য।

 তাদের তো কোন কাজ নেই এদের তো বাজার নেই এদের কথা কেউ শোনে না। যেমন খুশি তেমন বলে মিস ভ্যালু তৈরি করে রাজনীতি করে। মানুষ পছন্দ করে না জন যাত্রীরা অনেক আগেই কংগ্রেসকে আর নেতৃত্বকে বর্জন করে নিয়েছে। কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। তার জন্য যা কিছু বলে জনযাতিদের অপমান করে তাদের স্বভাব সিদ্ধ চরিত্র বলে এক প্রকার নাম না নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোক সভার সাংসদ বিপ্লব কুমার দেব,  জনজাতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কটাক্ষ করেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণকে।

৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার দুপুরে এই সাংগঠনিক সভাটি হয় ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ দ্ধাদশ শ্রেনী বিদ্যালয়ের সংহতি ভবনে। সাংগঠনিক সভা শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভাটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী সিং, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মন্ডলের সভাপতি নকুল পাল, বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত ও ঋষ্যমুখ মন্ডলের প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ প্রজ্জ্বলনের পর ডাঃ শ্যামা প্রসাদ মুখার্জী, ডঃ বিধান চন্দ্র রায় ও ভারত মাতা প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সভার কাজ। এরপর বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরীর স্বাগত ভাষনের পর শুরু নেতৃত্বদের আলোচনা। এছাড়া সাংসদ বিপ্লব কুমার দেব আলোচনা রাখতে গিয়ে বলেন, বিজেপি দলের সাংগঠনিক বৈঠক ধারাবাহিকভাবে চলতে থাকে। তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি দল। তাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি কার্যকর্তাদের সামনে তুলে ধরে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য