স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : কোটি টাকার গাঁজার সহ আটক চার যুবক। গঙ্গানগর থানার পুলিশ ভোট গণনার আগের দিন চার যুবককে আটক করে এ সফলতা পেয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে পুলিশ। জানা যায়, বুধবার গঙ্গানগর থানার পুলিশ গঙ্গানগর থানার নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং এ বসে দুইটি গাড়ি থেকে গাজা উদ্ধার করে। গোপন খবরের ভিত্তিতে গঙ্গানগর থানার পুলিশ প্রথমে টি আর ০১ বি কে ০৭২৩ নম্বরের একটি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৭৬ প্যাকেটে মোট ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুজন পাচারকারীকে।
পাশাপাশি গোপন খবরের ভিত্তিতে ডি এল ১ জি সি ৪৮০৮ নম্বরের একটি কন্টেনার গাড়িতেও অভিযান চালায় পুলিশ। এই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে ৯৯ প্যাকেটে ১০৯৭ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে এই গাড়িতে থাকা দুইজন পাচারকারীকে আটক করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমবাসা থানার পুলিশ। গঙ্গানগর থানার পুলিশ জানায় গোপন খবরের ভিত্তিতে দুইটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাজা উদ্ধার হয়। সাথে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গঙ্গানগর থানার পুলিশ। আটক গাঁজা বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা। নেশাকারবারিরা বিগত দিনে জাতীয় সড়ক দিয়ে নেশা সামগ্রী পাচার করতো। কিন্তু এখন ফাড়ি পথেও নেশা সামগ্রী পাচারের ধূম লেগেছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনও সজাগ রয়েছে। যার উদাহরন এই গাঁজা বিরোধী অভিযানে পুলিশের সাফল্য।