Saturday, July 27, 2024
বাড়িরাজ্যজারি করা হলো ১৪৪ ধারা

জারি করা হলো ১৪৪ ধারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : বৃহস্পতিবার ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণভাবে ঘোষণা করতে ১৪৪ ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে ৩ মার্চ সকাল ৬ টা পর্যন্ত সদর মহকুমাধীন এলাকায় বলবৎ থাকবে ১৪৪ ধারা। ১৪৪ ধারা অনুযায়ী সদর মহকুমা এলাকায় একত্রে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

 একইভাবে দলগতভাবে চলাচল করা যাবে না। এবং কোন ধারালো অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না। পুলিশ প্রশাসন এবং আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি লাউডস্পিকার উচ্চস্বরে বাজানো যাবে না। একাধিক বাইক এবং গাড়ি দলগতভাবে চলাচল করতে পারবে না। যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার দুপুর থেকে দেখা যায় আগরতলা শহরে বিভিন্ন মোড়ে পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মানুষকে সতর্ক করতে। শান্তিপূর্ণভাবে যাতে ফলাফল ঘোষণা হতে পারে, সেজন্য পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য