স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : আগামী ২ মার্চ রাজ্যের মানুষ পদ্ম ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। পাপড়ি ছিঁড়ে পড়ে গেলে কিভাবে পদ্ম ফুল ফুটবে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। কংগ্রেসের একটাই লক্ষ্য ছিল ত্রিপুরা থেকে বিজেপি নামক বস্তুটাকে উৎখাত করে বর্বরতা যুগের অবসান ঘটানো। ২৩ বিধানসভায় ভোট সম্পন্ন হয়েছে। কংগ্রেস আশাবাদী মানুষ কংগ্রেসের লক্ষ্যে পূরণ করতে গত ১৬ ফেব্রুয়ারি ভোট দিয়েছে।
আগামী দুই মার্চ দেখা যাবে বিজেপির ফলাফল সিঙ্গেল ডিজিতে থাকবে বলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। তিনি বলেন, এ বিধানসভা নির্বাচন গোটা দেশের কাছে ত্রিপুরা সম্পর্কে একটি ভালো বার্তা দেওয়ার ভালো সুযোগ এসেছে। তাই মানুষ নতুন ভোরের অপেক্ষায় আছে। এদিন নতুন ভোরে নতুন বার্তায় ইতিহাস রচনা হবে ত্রিপুরায়। কারণ মানুষ বিজেপির পাঁচ বছরের কার্যকলাপে সুচিন্তা করে ভোট দিয়েছেন। ২ মার্চ যখন ইভিএম মেশিন খোলা হবে তখন দেখবেন ত্রিপুরা থেকে বিজেপি সুনামির মতো ভেসে যাচ্ছে। এতে কোন সন্দেহ নেই।
ভারতীয় জনতা পার্টিকে পতন করে ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। রাজ্যের মানুষ সকলে মিলেমিশে ত্রিপুরা রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করলেন সুদীপ রায় বর্মন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে গত পাঁচ বছরে প্রসঙ্গে শ্রী বর্মন বলেন, ত্রিপুরার উন্নয়ন গত পাঁচ বছরে থমকে গেছে। কারণ উন্নয়ন তখনই সম্ভব যখন রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক থাকে। গণতন্ত্র এবং সংবিধান প্রতিষ্ঠিত থাকে। এগুলি বিজেপি শেষ করে দিয়েছে। গণতন্ত্রে কোন বালাই ছিল না। সংবিধান অচল হয়ে পড়েছিল। মানুষ গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধার করতে ভোট প্রদান করেছে। এবং রাজ্যের শিক্ষক কর্মচারী যুবক থেকে শুরু করে শ্রমিক কৃষক সকলের সাথে যে প্রতারণা করেছে তার প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে। সন্ত্রাস প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের সন্ত্রাস পাঁচ বছরে অনেক করেছে বিজেপি। মানুষের বাড়ি ঘর ভাঙচুর, রাবার বাগান, দোকান পাট, বাড়ি গাড়ি অগ্নিসংযোগ করেছে। মানুষের অনেক সম্পত্তি নষ্ট করেছে। ক্ষতি হয়েছে ত্রিপুরার অর্থনীতির। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির কর্মীদের অভয় দেওয়া হচ্ছে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে ফোন করার জন্য। কংগ্রেসের মিশন পরিষ্কার আগামী দুই মার্চ থেকে ত্রিপুরায় কোন সন্ত্রাস হবে না। এবং যারা হিংসার বিশ্বাসী তাদের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন বলেন, হিংসার পথ বর্জন করুন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।