স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : ২৭ ফেব্রুয়ারি সোমবার ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার নেতা চন্দ্রশেখর আজাদের ৯৩ তম শহীদ দিবস। এদিন এ আই ডি ওয়াই ও এবং অল ইন্ডিয়া ডিএসও যৌথ উদ্যোগে বটতলা এলাকায় চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস উদযাপন করা হয়।
প্রয়াত চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা চন্দ্রশেখর আজাদের জীবনী বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন। ছাত্র সমাজ এবং যুব সমাজকে চন্দ্রশেখর আজাদের প্রসঙ্গে অবগত করা হয়।