স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও স্লোগান তুলে শহরে দুই ঘণ্টার গণঅবস্থান বসল বাম ছাত্র যুব সংগঠন। সোমবার দুপুর ১২ টা থেকে রাজধানীর সিটি সেন্টারের সামনে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস ইউ যৌথভাবে গণ অবস্থানে বসে।
গন অবস্থানে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্য সরকার যুবক এবং ছাত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাম ছাত্র যুব সংগঠনগুলি।
রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তের ফলে ভয়ঙ্কর আক্রমন নামিয়ে আনা হচ্ছে ছাত্র-যুব উভয়ের উপর। যুবকদের ভবিষ্যৎ -এ অন্ধকার নামিয়ে আনছে সরকার। এখন চাইছে শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণ করতে। সরকারের এ ধরনের সিদ্ধান্তে বৈষম্য সৃষ্টি হবে। আসলে সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না। মেরুদণ্ডহীন সরকার। গুণগত শিক্ষার কথা বলে কর্পোরেটদের আমন্ত্রণ জানানো হচ্ছে। মানুষের জীবন-জীবিকার উপর আক্রমণ নামিয়ে আনছে। সরকারিভাবে নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। শূন্যপদ অবলুপ্তি করে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করছে। সরকারের এ ধরনের আউটসোর্সিং এর ফলে যুবকদের ভবিষ্যতে অন্ধকার নামিয়ে আনা হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ মানে সরকারি দরজা তালা দিয়ে দেওয়ার সমান। তাই বাম ছাত্র-যুব রা আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্দোলনই শেষ কথা। সরকারকে শিক্ষাবিরোধী, যুব বিরোধী এবং বেকার বিরোধী সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে বাধ্য করবে বলে জানান তিনি। এদিন গণঅবস্থান এ উপস্থিত ছিলেন বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব।