স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : সোমবার চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ সমাজদ্রোহীদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
পুলিশের মদতে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর লাগাতার সন্ত্রাস চলছে। সন্ত্রাস রুখতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে গত ১৬ ডিসেম্বর সময় চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশক এখন পর্যন্ত গত চারদিনে সময় দেননি চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের। তাই বিক্ষোভে শামিল হয়েছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা বলে জানান চাকরীচ্যুত শিক্ষক কমল দেব।
তিনি বলেন গত পনের দিনে পশ্চিম থানার ৫০০ মিটার দূরত্বে চাকরিচ্যুত শিক্ষক ভাস্কর পালের বাড়িতে দুইবার আক্রমণের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো বিচার পাওয়া যাচ্ছে না। অপরদিকে রবিবার সকালে মোহনপুর চা বাগানের পরিত্যক্ত কুয়ো থেকে চাকরিচ্যুত শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের কোন সদর্থক ভূমিকা নেই। এখন পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার হয়নি। তাই বিক্ষোভের সামিল হয়েছে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সময় রাজ্য পুলিশের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের পর কমল দেব জানান, মোহনপুরের শিক্ষক খুনের ঘটনার পরিপেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং বাকি সমস্ত আক্রমণের ঘটনায় নাম ঠিকানা সমস্ত তথ্য যাতে পুলিশ আধিকারিকের কাছে জমা দেওয়ার জন্য বলেছেন পুলিশ আধিকারিক অনন্ত দাস। পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে অভিযুক্তদের বিরুদ্ধে বলে আশ্বস্ত করেছেন। ডেপুটেশনে এছাড়া উপস্থিত ছিলেন চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা, অজয় দেববর্মা, ডালিয়া দাস।