স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : কুমারঘাট থানাধীন নিদেবী গার্লস স্কুল সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক তরতাজা যুবকের। কাঞ্চনবাড়ি থেকে কুমারঘাট আসার পথে গার্লস স্কুল সংলগ্ন এলাকার জলের ট্যাঙ্কারের টি আর ০১ এ ডি ১৫৬৬ নাম্বারের একটি গাড়ি পেছন দিক থেকে এসে বাইকটিকে সজুড়ে ধাক্কা মারে। এতে বাইকে থাকা তিন যুবকের মধ্যে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনা প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা
দ্রুত আহতদের কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা করেন। জানা গিয়েছে বাইকে থাকা ৩ যুবকের বাড়ি ফটিক রায়ের কাঞ্চনবাড়ি এলাকায়। ঘাতক গাড়ির চালক গোকুলনগর এলাকার বাসিন্দা। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি সহ গাড়ির চালক এবং বাইকটিকে উদ্ধার করে কুমারঘাট থানায় নিয়ে যায়। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবার-পরিজনেরা। কিন্তু প্রশ্ন হল আর কত তরতাজা প্রান এভাবে অসাবধানতার কারণে ঝড়ে গেলে হুশ ফিরবে প্রশাসনের। প্রতিদিন যান দুর্ঘটনায় বহু পরিবার-পরিজন হারাচ্ছে মানুষ। পুলিশ প্রশাসন যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে কিছুটা হল দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো বলে অভিমত সচেতন মহলের।