স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : ভোট পরবর্তী হিংসার শিকার সিপিআইএম কর্মী। ঘটনা বিশালগড় মহকুমার নেহাল চন্দ্র নগর ঋষি পাড়া এলাকায়। এই ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে রতন সূত্রধর নামে সিপিআইএম কর্মী বাইক দিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার উপর ঢিল ছুঁড়ে।
বাইক থেকে পড়ে গেলে রতনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। কোনক্রমে ঘটনাস্থল থেকে বাইক ফেলে পালিয়ে রাতে এগারোটা নাগাদ এক বাড়িতে আশ্রয় নেয় সে। সকাল বেলা বাড়ি ফিরে পরিবারের লোকজনদের এ বিষয়ে অবগত করেন রতন। সাথে সাথে হাসপাতাল নিয়ে যাওয়া হয় আহত সিপিআইএম কর্মী রতনকে। পরবর্তী সময়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন রতনের পরিবারের লোকজনেরা। তাদের আরো অভিযোগ এই ঘটনা পেছনে রাজনৈতিক ইস্যু হতে পারে। এখন দেখার বিষয় পুলিশ দুর্বৃত্তদের জালে তুলতে পারে কিনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কমলাসাগর বিধানসভা এলাকায়। তবে ফলাফলের আগেই এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস যদি রাজ্যে সংঘটিত হয় তাহলে ২ মার্চের পর পরিস্থিতি কোন দিকে এগিয়ে যেতে পারে তাও ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে।