স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : একদিকে নির্বাচনোত্তর সন্ত্রাস, অপরদিকে ডাকাতে হানায় আতঙ্কগ্রস্ত গ্রামবাসী। বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম ব্লকের কানাইবাড়ি এলাকায় শুক্রবার রাতে এক বাড়িতে হানা দেয় ডাকাত দল। লুটপাট করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। মারধর করে আহত করে বাড়ির লোকজনদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা জিতেন ভক্তের বাড়িতে হানা দেয় ডাকাতের দল। জিতেন ভক্তর ঘরের দরজার গ্রিল ভেঙে ডাকাতের দল ঘরে প্রবেশ করে।
ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে জিতেন ভক্তর স্ত্রী জলি ভক্তর মুখের সামনে দা ধরে ঘরে যে সকল জিনিস রয়েছে, সেই গুলিকে বের করে দেওয়ার জন্য বলে। এবং চিৎকার চেঁচামেচি করলে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেয়। জিতেন ভক্তর স্ত্রীর দুই হাতে স্বর্ণ দিয়ে বাঁধানো শাখা থেকে শুরু করে ঘরে থাকা সকল স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। পরে ডাকাত দলের সদস্যরা লাঠি দিয়ে জীতেন ভক্তর মাথায় আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে জিতেন ভক্ত। বাড়ির অপর একটি ঘরে ঘুমিয়েছিল জিতেন ভক্তর ছেলে। সেই ঘর থেকেও ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার সহ নগদ বিশ হাজার টাকা হাতিয়ে নেয় ডাকাতের দল।
ডাকাত দলের সদস্যরা ঘর থেকে স্বর্ণালংকার সহ টাকা নিয়ে চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকার লোকজন। আহত অবস্থায় বাড়ির মালিক জিতেন ভক্তকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশকে। জিতেন ভক্তর স্ত্রী জলি ভক্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। এইদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আগরতলা থেকে ডগ স্কোয়াডকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ এই ডাকাতির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা।