Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদআগ্রাসনের বর্ষপূর্তিতে মৃতদের জন্য শোক, জয়ের শপথ ইউক্রেইনের

আগ্রাসনের বর্ষপূর্তিতে মৃতদের জন্য শোক, জয়ের শপথ ইউক্রেইনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৫ ফেব্রুয়ারি: রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তিতে ইউক্রেইন যুদ্ধে নিহত ইউক্রেইনীয়দের সম্মান জানিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে; অপরদিকে রাশিয়া তাদের এ যুদ্ধের ‘বাস্তবতা’ বিশ্বকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।  শুক্রবার ইউক্রেইনের রাজধানী কিইভের সেইন্ট সোফিয়া স্কয়ারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাদের ও একজন নিহতের মাকে পদক প্রধান করেন। জাতীয় সঙ্গীত চলাকালে তিনি কান্না চেপে রাখার চেষ্টা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, “আমরা এক পরিবারে পরিণত হয়েছি। ইউক্রেইনীয়রা ইউক্রেইনীয়দের আশ্রয় দিচ্ছে, যুদ্ধের কারণে যারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তাদের জন্য নিজেদের বাড়ি ও হৃদয় খুলে দিচ্ছে।“গোলাবর্ষণ, ক্লাস্টার বোমা, ক্রুজ ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন, শীত, বিদ্যুৎহীনতা, সব কিছু সহ্য করছি আমরা আর চলতি বছর বিজয় অর্জনের জন্য আমরা সবকিছু করবো।” জেলেনস্কি আরও পশ্চিমা অস্ত্রের জন্য ফের আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও গ্রুপ অব সেভেনের ধনী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর অন্য নেতাদের সঙ্গে একটি অনলাইন সম্মেলনে যোগ দেন। এ নেতারা জেলেনস্কিকে তাদের সমর্থন আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেইনের যুদ্ধের বর্ষপূর্তিতে বাইডেন টুইটারে লিখেছেন, “একটি সাম্রাজ্য পুনর্গঠনের জন্য ঝোঁকা একজন একনায়ক কখনোই জনগণের স্বাধীনতার ভালোবাসাকে মুছে ফেলতে পারবেন না। ইউক্রেইনে রাশিয়া কখনো জয় পাবে না। কখনোই না।”ওয়াশিংটন ইউক্রেইনের জন্য আরও ২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আর পাশাপাশি রাশিয়ার খনি ও ধাতু শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা ও অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।তবে জেলেনস্কি কয়েক মাস ধরে দেনদরবার করলেও ইউক্রেইনকে আপাতত এফ-১৬ জঙ্গি বিমান দেওয়া হচ্ছে না বলে পরিষ্কারভাবে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, “আমি আপাতত এটা বাতিল করছি।”ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার কৃষ্ণ সাগরে তাদের সক্রিয় দায়িত্বে থাকা যুদ্ধজাহাজের সংখ্যা দ্বিগুণ করেছে। এর মাধ্যমে রাশিয়ার আরও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা তাদের।রাশিয়ায় ইউক্রেইন যুদ্ধের বর্ষপূর্তির দিনটিতে জনসম্পৃক্ত কোনো সরকারি অনুষ্ঠান ছিল না এবং প্রায় নিঃশব্দেই দিনটি পার হয়েছে।  রাশিয়ার মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ইউক্রেইনের যুদ্ধের বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ ও কিছু ক্ষেত্রে শুধু ফুল দেওয়ার জন্যও পুলিশ ধরপাকড় করেছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য