স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : জিবি হাসপাতালে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। মেডিসিন ব্লকের অপারেশন থিয়েটার এবং প্রসূতি বিভাগে পানীয় জলের অভাবে রোগী ও রোগীর পরিজন নাস্তারাবুদ হচ্ছে। দীর্ঘ চার দিন যাবত এই পানীয় জলের চরম সংকট তথাকথিত প্রধান রেফারেল হাসপাতালে।
শুক্রবার রোগীর পরিজনেরা অতিষ্ঠ হয়ে সংবাদমাধ্যমের কর্মীদের জানান তারা কেউ কেউ গন্ডাছড়া আবার কেউ তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সঠিক পরিষেবার জন্য জিবি হাসপাতালে এসেছেন। কিন্তু হাসপাতালে এসে তারা গত চার দিন ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছে। নিজের পকেটের অর্থ ব্যয় করে জিবি বাজার থেকে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে তাদের। সবচেয়ে বড় সমস্যার শিকার হলো প্রসূতি বিভাগ এবং অপারেশন থিয়েটারে থাকা রোগীরা। মাথা পিছু রোগীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দিনে কয়েক লিটার জলের প্রয়োজন হচ্ছে। এছাড়াও মেডিসিন ব্লকে কাতারে কাতারে রোগীর ভিড়। এমনকি বহু রোগী হাসপাতালে মেঝে শয্যা নিয়ে চিকিৎসা পরিষেবা নিচ্ছে।
কিন্তু হাসপাতালে পরিষেবার ক্ষেত্রে এক অন্যতম অঙ্গ হলো পানীয় জল। পানীয় জল হাসপাতালে গত কয়েকদিন ধরে যে নেই সবটাই অবগত রয়েছে হাসপাতালে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকেরা। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কারোর মাথাব্যথা লক্ষ্য করা যায়নি। কিন্তু বহু গরিব রোগীর পরিজনকে নিজের অর্থ বের করে জল বাজার থেকে কিনতে হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত জানান রোগীর পরিজনেরা। প্রধান রেফারেল হাসপাতালে পানীয় জলের সংকটের অভিযোগ যদিও নতুন কোন বিষয় নয়। আগেও বহুবার হাসপাতালে পানীয় জলের অভিযোগ উঠেছে। কিন্তু কি কারনে এভাবে পানীয় জলের সংকট সৃষ্টি হয় সে বিষয় নিয়ে হাসপাতালে এম এস এবং দায়িত্বে থাকা কর্মীরা মুখ খুলতে নারাজ। তবে সবটাই ভুক্তভোগী রোগীর পরিজন। প্রধান রেফারেল হাসপাতালের তাকমা লাগালেও এ ধরনের নিম্ন পরিষেবা জনগণের মনে দাগ কাটতে দেরি করছে না।