স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে বিস্তীর্ণ এলাকা বন্য দাঁতাল হাতির সমস্যায় নাজেহাল। প্রায় প্রতিদিন রাতের অন্ধকার নেমে এলেই লোকালয়ে ধ্বংসলীলা চালায় দাঁতালের দল। বন্য হাতির দল যখন আক্রমণ চালায় সেই সময় বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে সাধারনের মধ্যে। ফলে অসহায় হতদরিদ্র হাতিপ্রবণ এলাকার গ্রামবাসীরা বাঁচতে নিজেদের বাড়ির পাশে হাইভোল্টেজ বৈদ্যুতিক তার লাগিয়ে দেয়।
কিন্তু বনদপ্তরের কর্মীরা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে থাকা মধ্যকৃষ্ণপুর, ভূমিহীন কলোনি সহ একাধিক এলাকায় বিশেষ অভিযান চালায়। এই অভিযানের মধ্য দিয়ে বনদপ্তরের কর্মীরা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সহায়তায় গ্রামবাসীদের বাড়ির পাশে লাগানো হাইভোল্টেজের বৈদ্যুতিক তার গুলো কেটে নিয়ে আসে। গ্রামবাসীদের অভিমত প্রতি রাতে হাতি তাণ্ডব চালায়। সেই সময় বনদপ্তরের কর্মীদের হাজারো বার ফোন করার পর একবার সাড়া মেলে। ফলে হাতির তাণ্ডব থেকে নিজেদের রক্ষা করতে এই পন্থা অবলম্বন করেছিল সহজ সরল গ্রামবাসীরা। তবে বনদপ্তরের এই অভিযানে প্রাণ সংশয়ে ভুগছে গ্রামবাসীরা। এলাকাবাসীদের দাবি, যেহেতু বৈদ্যুতিক তার খুলে নিয়েছে সেহেতু এর বিকল্প রাস্তা দেখিয়ে দিক বনদপ্তর। তবে এদিনের এই বিশেষ অভিযানের নেতৃত্বে থাকা বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের এপ্রসঙ্গে জানতে চাইলে কোন এক অজ্ঞাতক কারণে তারা মুখ খুলতে নারাজ। ফলে সহজ-সরল গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে।