স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত পুলিশ কর্মী সহ দুইজন। ঘটনা শান্তিরবাজার বেতাগা এলাকায়।ঘটনার বিবরনে জানা যায় বৃহস্পতিবার রাতে শান্তির বাজার মহকুমার বেতাগা এলাকায় টি আর ০৩ ই ৭৭৬৬ নাম্বারের বাইক এবং টি আর ০৩ ই ৪৫৩৩ নাম্বারের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে দুই বাইকের দুইজন গুরতর আহত হয়। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মী। নাম শঙ্কর শীল।
তিনি বেতাগা এলাকার বাসিন্দা। তিনি শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিকের অফিসে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত অপর এক ব্যাক্তি হলো লতুয়াটিলা এলাকার বাসিন্দা তুষার সরকার। জানা যায় শঙ্কর শীল বাইখোড়া থেকে নিজ বাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলেন , অপরদিকে তুষার সরকার শান্তির বাজার থেকে নিজ বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হয়েছিলেন। বেতাগা এলাকায় পৌঁছানোর পল দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় দুইজন জাতীয় সড়কে পরে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শঙ্কর শীলের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত অপরজন ট্রমা কেয়ারসেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার জেলা হাসপাতলের ট্রমাকেয়ার সেন্টারে ছুটে যায় পুলিশ। পুলিশ তদন্তে করছে। দুর্ঘটনাগ্রস্থ দুইটি বাইকে অটক করে থানায় নিয়ে যায় বাইখোড় থানার পুলিশ।