স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : স্মার্ট সিটিতে পুলিশকে ঘুমে রেখে চুরির হিড়িক অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আড়ালিয়া পালপাড়ায় দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল। এলাকার সুব্রত দেবনাথের বাড়ির সহ অপর এক বাড়িতে একই রাতে হানা দেয় চোরের দল। গাড়ির ব্যাটারি সহ ঠাকুর ঘরের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরারা। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনরা এই ঘটনা প্রত্যক্ষ করে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজনরা ছুটে আসেন।
খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে। রাত্রিকালীন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া ফলে তদন্তকারী পুলিশ অফিসার জানান ভোর চারটা পর্যন্ত পুলিশি টহল থাকে। হয়তো চোরেরা পুলিশকে নজরে রেখেই সুযোগ বুঝে এই চুরির ঘটনা সংগঠিত করেছে। বাড়ির মালিকের সুব্রত দেবনাথ জানিয়েছেন দীর্ঘ ৭০ বছর ধরে এই বাড়িতে বাবা ঠাকুর দাদারা বসবাস করে আসছেন। কোনদিন এই ধরনের চুরির ঘটনা ঘটেনি। এতদিন তারা শান্তিতেই ছিলেন। ঠাকুর ঘরের বেড়া কেটে পিতলের ঠাকুরের মূর্তি সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে তারা কল্পনাও করতে পারেননি। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা পর থেকে এলাকাবাসী রীতিমতো নিরাপত্তা হীনতায় ভুগছেন।