Saturday, April 20, 2024
বাড়িরাজ্যকাঠ পাচারের সময় গাড়ি আটক, পাচারকারীদের আটক করতে ব্যর্থ বন কর্মীরা

কাঠ পাচারের সময় গাড়ি আটক, পাচারকারীদের আটক করতে ব্যর্থ বন কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : রহস্যের দানা বাঁধলো কাঠ পাচারের ঘটনায়। বুধবার রাতে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ বাজার থেকে এম জেড ০২ ৯৫৭৪ নম্বরের একটি গাড়িকে অবৈধ কাঠ প্রাচার করার চেষ্টা করে বনদস্যুরা। শেষ পর্যন্ত গাড়ি সহ আটক কাঠ। ঘটনার বিবরনে জানা যায়, গোপন সূত্রের ভিওিতে পানিসাগরের বন কর্মীরা আসাম – আগরতলা জাতীয় সড়কের কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকে। রাত তিনটা নাগাদ দুটি গাড়ি অস্বাভাবিক গতিতে আসে।

বন কর্মীরা পিছু ধাওয়া করলে বোলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হলেও হোন্ডাই গাড়িটি পালাতে গিয়ে বিলথৈ বাজারে প্রবেশ করে নিয়ন্ত্রণ হারিয়ে এক দোকান ভেঙে দুর্ঘটনায় পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারপর নাকি দুর্ঘটনাগ্রস্হ গাড়ি চালক পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পানিসাগর ফরেস্ট অফিসে। অপরদিকে একই সময়ে পানিসাগর থানাধীন রৌয়া এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উদ্দিন গাড়ি নিয়ে পানিসাগর থানায় ছুটে যায়। তিনি অভিযোগ করেন তিনি নাকি রাত তিনটার নাগাদ মাছ আনতে দামছড়ার উদ্দেশ্যে রওয়ানা হলে একটি লাল রঙের অল্ট্রো গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করে। তাই তিনি প্রাণ বাচাতে পানিসাগর থানায় গিয়ে প্রান রক্ষা করেন। তিনি জানান গাড়িতে থাকা এক জনকে তিনি চিনতে পেরেছেন, তার নাম নজরুল উদ্দিন, বাড়ি ধর্মনগরের নোয়া পাড়া এলাকায়। তিনি পেশায় একজন কাঠ ব্যাবসায়ী। তিনি অভিযোগ করেন কাঠের গাড়ি গুলিকে নাকি সিরাজ বন দপ্তরকে দিয়ে ধরিয়ে দিয়েছে। তাই সিরাজকে প্রানে মারার চেষ্টা করে। সিরাজ উদ্দিনকে পানিসাগর থানায় আটক করে রাখা হয়েছে। পানিসাগর থানার পুলিশ তদন্ত শুরু করছে। ধারনা করা হচ্ছে অবৈধ কাঠ পাচার করাকে কেন্দ্র করে দুগোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। অপরদিকে বিলথৈ বাজারে ব্যাবসায়ী দোকানের ক্ষয় ক্ষতির জন্য আজ পানিসাগর থানার দারস্থ হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য