স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এবং অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং সিপাহীজলা জেলায় পর্যালোচনা সভা করেন। পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও সমাহর্তা, পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সভায় গুরুত্ব আরোপ করা হয়। সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দল, প্রার্থী এবং নির্বাচনী এজেন্টদের সাথে জেলাশাসক ও সমাহর্তা, পুলিশ সুপার এবং রিটার্নিং অফিসারদের বৈঠক করার জন্য নির্দেশ দেওয়া হয়। পর্যালোচনা সভায় জানানো হয় ভোট গণনার আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে গণনা পর্যবেক্ষকদের নিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আগামী ২ মার্চ রাজ্যজুড়ে ২১ টি গণনা স্থানে রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে।