স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরাস্থিত কার্যালয় ‘গীতা ভবন’ এর ভূমি পুজন করা হয়। শংকর চৌমুহনী স্থিত ত্রিপুরা উপ প্রান্ত ভূমি পূজন কার্যক্রমে বৃহস্পতিবার তিনতলা বিশিষ্ট এই ভূমি পূজন ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
ছিলেন শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ, মন্ত্রী রাম প্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের পর হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে ১৯৬০-র দশকে বিশ্ব হিন্দু পরিষদের গঠন হয়। এরপর থেকে হিন্দু ধর্মের প্রচার প্রসারে অগ্রনী ভূমিকা নিয়েছে তারা। আগে রাজ্যে একটি ছোট আকাড়ে ঘর ছিল। এবার তিন তলা বিশিষ্ট দালান বাড়ি নির্মাণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।