স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : শান্তিরবাজার মহকুমা কাঞ্চননগর মনসাবাড়ী সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত কয়েকজন। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার সকালবেলা শান্তির বাজার থেকে বিলোনিয়ার উদ্দ্যেশ্যে যাওয়ার সময় টি আর ০৮ ২৯৭৫ নাম্বারের অটো রিক্সা দুর্ঘটনায় পড়ে।
গাড়ীটি শান্তির বাজার মহকুমার কাঞ্চন নগর মনসা বাড়ী সংলগ্ন এলাকায় যেতেই নিয়ন্ত্রন হারিয়ে গভির খাঁদে পড়ে যায়। এতে করে অটোতে থাকা যাত্রীরা আহত হয়। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ঘটনার পর গাড়ির মালিক এসে খবর সংগ্রহ করতে বাধা দেয় সাংবাদিকদের। যাতে ঘটনাটি আড়াল করা যায়। কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে থাকা এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে। গাড়িটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।