স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করার দাবি করলেন সিপিআইএমের দুই প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে রাজনগর এবং বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী যথাক্রমে সুধন দাস এবং দীপঙ্কর সেন স্ট্রং রুম পরিদর্শনে যান। ৩৭ ঋষ্যমুখ, ৩৫ বিলোনিয়া এবং ৩৪ রাজনগর বিধানসভা কেন্দ্রের ইভিএম বিলোনিয়া গার্লস দ্বাদশ বিদ্যালয় স্ট্রং রুমে রয়েছে।
স্ট্রং রুম পরিদর্শন করে এসে তারা জানান, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে, তবে কিছু ত্রুটি আছে বলে অভিমত ব্যক্ত করলেন তাঁরা। অন্যদিকে আবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও স্ট্রং রুম নজরদারিতে রয়েছে নির্বাচন বিধি অনুসারে। পরে প্রার্থী সুধন দাস জানান বিলোনিয়া গার্লস দ্বাদশ বিদ্যালয়ের দেওয়াল ছিল। এখন দেওয়াল নেই। নিরাপত্তার জন্য আরো বেশি কঠোর হতে হবে নির্বাচন কমিশনকে। অন্যদিকে অন্যান্য বার ওয়াচ টাওয়ার করা হতো। এবার তা নেই। স্টং রুমের নিরাপত্তা ঠিকঠাক রয়েছে। সুধন দাস আরো জানান মানুষ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি সম্প্রীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভোট দিয়েছে। কিন্তু নির্বাচনে এবার নির্বাচনের মতন অবস্থা দেখে নি। ভোর থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। এতে ষ্পষ্ট মানুষ রাজ্যে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। স্টং রুমের দায়িত্বে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। গণদেবতার রায় সামনে আসবে আগামী ২ মার্চ।