স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : নেশার আঁতুড়ঘর হিসেবে পরিণত হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতাল। বিশালগড় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তা রক্ষী সহ পুলিশ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত ঘটে চলছে মহকুমা হাসপাতালে নেশা কারবারীদের আনাগোনা। জানা যায় মহাকুমা হাসপাতালের ভিতরে ও পি ডি ওয়ার্ড সহ শৌচালয় নেশা সেবনকারীরা নিরাপত্তা স্থান হিসাবে বেছে নিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার নাগাদ লালসিংমুড়া থেকে দুই যুবক ড্রাগস ও ইনজেকশনের সিরিজ নিয়ে মহাকুমা হাসপাতালের শৌচালয়ের ভিতরে যায়। সেখানে ড্রাগস সেবন করছিল। বিষয়টি রোগীর পরিজনদের কাছ থেকে জানতে পেরে নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে। পরবর্তী সময়ে মহাকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খবর দেন বিশালগড় থানায়। পুলিশ এসে নেশা কারবারি দুই যুবক সুমিত দেববর্মা ও খিরোদ দেববর্মা আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের বাড়ি লালসিংমুড়া আমতলী এলাকায়। ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে।