স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : সারা রাজ্যে রক্তের চরম সংকট। নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ধরে রক্তদান শিবির একপ্রকার ভাবে মুখ থুবড়ে পড়েছে। দিকে দিকে রক্ত ঝরলেও, রক্তের জোগান নেই বলা চলে। থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার এবং দুর্ঘটনাগ্রস্হ রোগীদের জন্য প্রতিদিন রক্তের প্রয়োজন হচ্ছে।
কিন্তু সারা বছর বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংস্থাগুলির পক্ষ থেকে যেভাবে ধারাবাহিক রক্তদান শিবির সংগঠিত করা হয় তার কোন লক্ষণ দেখা যায়নি গত দু মাসে। রোগীর জন্য রক্ত জোগাড় করতে এদিক ওদিক ছুটতে হচ্ছে রোগীর পরিজনদের। কিন্তু রক্ত জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে রোগীর পরিজনদের। বৃহস্পতিবার হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত হেপাটাইটিস ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক জানান, প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে এবং দ্বিতীয় রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালে প্রতিদিন প্রচুর রক্তের প্রয়োজন হয়। আর সেটা উপলব্ধি করতে পেরে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান ৪০ জন রক্তদান শিবিরে এগিয়ে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে সারা রাজ্যের মধ্যে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির সংঘটিত করা হবে। এবং এই রক্ত সংকট মেটাতে প্রতিদিন সাধারণ মানুষকে ব্ল্যাক ব্যাংকে এসে রক্তদান করার জন্য আহ্বান জানান উদ্যোগতারা। কারণ হাসপাতাল গুলিতে প্রতিদিন ১০০ লিটারের অধিক রক্তের প্রয়োজন রয়েছে। কিন্তু এই মুহূর্তে কোন রক্তদান শিবিরের দেখা নেই রাজ্যে। রোগীর প্রাণ বাঁচাতে বুধবার জিবি হাসপাতালে ৭১ রিপ্লেসমেন্ট ডোনার রক্ত দিতে এগিয়ে এসেছে।