স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : বোমাবাজির আতঙ্ক বিশালগড় মহকুমার শীতলটিলা এলাকায়। থর থর করে কাঁপছেন এলাকাবাসী। অভিযোগের নিশানা বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। এলাকায় ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সন্ত্রাস। যা অব্যাহত রয়েছে ভোটের ছয়দিন পরেও। প্রতিনিয়তই বোমাবাজি করা হচ্ছে এলাকায়।
এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যার কারণে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো উপক্রম। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরাই নাকি তাদের দলীয় পতাকা মাটিতে ফেলে দিচ্ছে। আর দোষ চাপাচ্ছে সাধারণ মানুষের কাঁধে। এ নিয়ে শীতলটিলা এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। বোমাবাজি থেকে রেহাই দেওয়া হচ্ছে না শিক্ষকের বাড়ি কেও। শিক্ষক মহাশয় এর বক্তব্য সকলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। শিক্ষকতার সুবাদে বিভিন্ন বাড়ি ঘরের ছেলেমেয়েরাই তার কাছে পড়াশুনা করতে আসে। রাজ্য নির্বাচন দপ্তরের নির্দেশে বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য ইতিমধ্যেই মহকুমাগুলিতে রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠক সম্পন্ন করেছে পুলিশ প্রশাসন। কিন্তু উশৃংখল কারীরা প্রশাসনের নির্দেশকে যেভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উশৃংখল তান্ডব করে চলেছে তাতে পরিষ্কার উশৃংখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনের পাশাপাশি স্থানীয় নাগরিকদের। আর এমনটা না হলে যে কোন এলাকায় শান্তি বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে।