Friday, March 29, 2024
বাড়িরাজ্যধর্মনগর পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকেরা

ধর্মনগর পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : নির্বাচনত্তোর সন্ত্রাসে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আগরতলা থেকে মুখ সচিব জে কে সিনহা সহ একঝাঁক সরকারি আধিকারিক জেলা সদর ধর্মনগর পরিদর্শনে যান। কারণ রাজ্যের সর্বত্র নির্বাচনোওর পরিস্থিতি নিয়ে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

 এই পরিস্থিতিতে এখন পর্যন্ত উত্তর জেলার পরিস্থিতি শান্ত। তাই পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে একঝাঁক আধিকারিক মঙ্গলবার ধর্মনগর পরিদর্শনে যান। এবং স্থানীয় জেলা শাসক ও সমাহর্তা  ও পুলিশ সুপারকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অমিতাভ রঞ্জন, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সৌরভ ত্রিপাঠী, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে, উত্তর জেলার শাসক এবং সমাহর্তা ডঃ নাগেশ কুমার বি, জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কিরন গিত্যে সাংবাদিকদের জানান যেভাবে উত্তর জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ শান্তি বজায় থাকবে বলে আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি ধর্মনগর বাসীর প্রতিও আবেদন জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য