Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যসদর মহকুমা পুলিশ আধিকারিকের পৌরহিত্য সর্বদলীয় বৈঠক

সদর মহকুমা পুলিশ আধিকারিকের পৌরহিত্য সর্বদলীয় বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : রাজ্যের দিকে দিকে নির্বাচনোত্তর সন্ত্রাসের কারণে রাজ্যের পুলিশ প্রশাসনকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি হতে হচ্ছে। নির্বাচনোত্তর সন্ত্রাস ঠেকাতে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে এবং সমস্ত মহকুমা শাসকের সর্বদলীয় বৈঠকের পর সদর মহকুমা পুলিশ আধিকারিক ব্যস্ত হয়েছেন সন্ত্রাস রুখতে সর্বদলীয় বৈঠক করতে।

মঙ্গলবার সদর পুলিশ আধিকারিক অজয় দাস সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়ে পশ্চিম থানায় নিয়ে যান। সেখানে তুলে ধরে তিনি সর্বদলীয় বৈঠকে ব্যস্ত। বৈঠকের ছিলেন না রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব। একাংশ যুব সংগঠনের এবং শাখা সংগঠনের নেতাদের নিয়ে মহকুমা অধিকারিক বৈঠক করলেন এদিন। এবং এই বৈঠকে সার্বিক দিক নিয়ে আলোচনা করেন তিনি। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট অন্য কথা বলছে। পুলিশ প্রশাসনের সন্ধ্যার পর থেকে টহলদারিতে ত্রুটি থাকায় ঘটছে নির্বাচনোত্তর সন্ত্রাস। ভোট শেষ হতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ভাবধারাকে বিপথে পরিচালিত করতে চাইছে। কারণ সেসব রাজনৈতিক দলে নেতৃত্বেদের অভিমত ভোট হয়ে গেছে এবার ফলাফলের পালা। জনগণের রায় ভোট বাক্সে রয়েছে। তাদের সন্ত্রাস দেখে জনগণ চাইলেও আর বদলাতে পারবে না। ফলাফল প্রকাশ হবে আগামী দুই মার্চ। জনগণের দরদ আগামী পাঁচ বছর পর আবার ভোট আসলে দেখালেই চলবে। তাই নির্বাচনোত্তর সন্ত্রাস বাড়িয়ে অন্য রাজনীতির দলের গতি রুখতে জান প্রান দিয়ে চলেছে কুমতলব কারী কিছু রাজনৈতিক নেতারা।

যাইহোক এই দিনের বৈঠকে ছিলেন সদর মহকুমা পুলিশ অধিকারিক ছাড়াও সদর মহকুমা বিভিন্ন থানার ওসি ও মহিলা থানার ওসিরা। সদর মহাকুমার পুলিশ অধিকারিক দাবি করেন, ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে গনদেবতার রায় ই ভি এম বন্দী হয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে স্ট্রং রুম গুলিতে। আগামী ২ মার্চ সকাল থেকে শুরু হবে ৬০ টি আসনের গননা পর্ব। শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। কিছু কিছু স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা সামনে এসেছে। এই ধরনের ঘটনা যাতে সদর মহকুমার অন্তর্গত না ঘটে তা নিশ্চিত করতে সকলের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। সদর মহকুমার অন্তর্গত এলাকায় আইন শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা হলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। সমস্ত রাজনৈতিক দলের পক্ষে থেকে এই ক্ষেত্রে আশ্বাস প্রদান করা হয়েছে। বুধবার সদর মহকুমার অন্তর্গত সমস্ত বিধানসভার প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করা হবে। অনুরূপ ভাবে নেওয়া হবে তাদের মতামত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য