Monday, January 13, 2025
বাড়িরাজ্যপ্রতিবাদ দিবস অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটির

প্রতিবাদ দিবস অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : মঙ্গলবার অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। পাশাপাশি এই দিন শিক্ষা বাঁচাও – এই শ্লোগান তুলে প্রতিবাদ দিবস পালন করা হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে। 

 অল ইন্ডিয়া সেইভ  এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার সদস্য হরকিশোর ভৌমিক এদিন আন্তর্জাতিক বাংলা ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলেও বর্তমান সরকার হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এ ধরনের প্রস্তাবে তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন ইংরেজির মাধ্যমে দেশের যাবতীয় কাজকর্ম চলেছে। এখন হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলে জ্ঞান-বিজ্ঞান সাহিত্য শিক্ষা ইত্যাদি বিকশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার  সৃষ্টি করবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য