স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : দীর্ঘকালীন বঞ্চনা থেকে বের হয়ে আসতে পারছে না ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের প্রায় ১৩০ জন কর্মী। এখনো পর্যন্ত রাজ্য সরকারের ঘোষিত ১২ শতাংশ মহার্ঘ ভাতা পায়নি তারা। এই মহার্ঘ ভাতা- প্রদানের দাবি নিয়ে এম ডি -র দারস্থ হলে কর্মীদের সঙ্গে দুর্ব্যহার করা হচ্ছে বলে অভিযোগ।
একই সঙ্গে চলছে তাদের তাচ্ছিল্য করা হচ্ছে বলেও অভিযোগ। এম ডি-র এই ব্যবহারে অসন্তুষ্ট ১৩০ জন কর্মী। মঙ্গলবার বাধ্য হয়ে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের এমডি-র বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা। তাদের বক্তব্য আগের এম ডি থাকাকালীন সময়ে সঠিক সময়ে তারা তাদের ডি এ পেয়ে গেছেন। অথচ নতুন এম ডি হিসাবে প্রসাদ রাও ভদ্রাপো দায়িত্ব নেওয়ার পর থেকেই জটিলতা দেখা দিয়েছে। অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার দাবি জানান কর্মীরা। এদিন গুর্খাবস্তী স্থিত ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ১৩০ জন কর্মী। কর্মীদের মধ্যে এই বঞ্চনার কারণে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়ে আছে।