Saturday, April 1, 2023
বাড়িরাজ্যবাম কর্মী হত্যাকান্ডে জড়িত দুই অভিযুক্তকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত

বাম কর্মী হত্যাকান্ডে জড়িত দুই অভিযুক্তকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : কল্যানপুর বামকর্মী হত্যা কান্ডের ধৃত মূল অভিযুক্ত কৃষ্ণ কমল দাস ও সরোজ দাসকে পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার খোয়াই জেলা দায়রা আদালতে সোপর্দ করে কল্যানপুর থানার পুলিশ। আদালত বামকর্মী দিলীপ শুক্ল দাস হত্যা কান্ডের দুই অভিযুক্তকে তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

ঘটনার বিবরণে জানা যায় গত ১৮ ফেব্রয়ারি কল্যাণপুর থানার অন্তর্গত দারিকাপুর গীরিন্ডশীল পাড়া এলাকায় দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণকমল দাসের সাথে বামকর্মী দিলীপ শুক্ল দাসের কোন এক বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরবর্তী সময় বাক বিতন্ডার উত্তেজনা এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে বিজেপি প্রধান কৃষ্ণ কমল দাস বামকর্মী দিলীপ শুক্ল দাসের মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করে। এতে করে গুরুতর রক্তাক্ত হয় বাম কর্মী দিলীপ শুক্ল দাস। পরবর্তী সময় দিলীপ দাসের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খোয়াই দমকল কর্মীদের খবর দিলে দমককর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত দিলীপ দাসকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তরিঘড়ি উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎাধীন অবস্থায় দিলীপ শুক্ল দাসের মৃত্যু হয়।

 আর এই ঘটনার খবর এলাকায় চাউর হতেই উত্তেজনা বাড়তে থাকে। সোমবার সকালে নিজ বাড়ি থেকে বিজেপি প্রধান কৃষ্ণ কমল দাসও তার সঙ্গী সরোজ দাসকেও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করতে বাধ্য হয় কল্যাণপুর থানার পুলিশ। সোমবার ২০ ফেব্রুয়ারি দুজনকেই পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করেন কল্যাণপুর থানার পুলিশ।  আদালত তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে পুলিশি হাজতে পাঠিয়ে দেয়। তাদের দুজনকে আগামী ২২ এ ফেব্রুয়ারি পুনরায় আদালতে সোপর্দ করা হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য