স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : সোমবার সন্ধ্যায় জিবি হাসপাতালে প্রয়াত হন প্রবীণ সিপিআইএম নেতা তথা মোহনপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রাধারমন দেবনাথ। বার্ধক্য জনিত রোগে প্রয়াত হন তিনি। ১৯৭২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন প্রয়াত রাধারমন দেবনাথ।
রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে ভর্তি হন তিনি। অবশেষে সোমবার প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। জিবি হাসপাতাল থেকে সিপিএম রাজ্য দপ্তরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। তাঁর প্রয়ানে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি শোক প্রকাশ করছে। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সিপিআইএম নেতৃত্ব।