Friday, March 29, 2024
বাড়িরাজ্যন্যাশনাল স্কুল অফ ড্রামার দশম ব্যাচের দীক্ষারম্ভ পর্বের সূচনা

ন্যাশনাল স্কুল অফ ড্রামার দশম ব্যাচের দীক্ষারম্ভ পর্বের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : শিক্ষাক্ষেত্রে নাটকের কার্যকারিতা এবং পাঠদানের ক্ষেত্রে নাটকের ভূমিকা রয়েছে। এই বিষয় গুলিকে মাথায় রেখেই ন্যাশনাল স্কুল অফ ড্রামার ত্রিপুরা উইং-এ চালু রয়েছে থিয়েটার ইন এডুকেশন কোর্স। যা এশিয়ায় সর্ব প্রথম রাজ্যে চালু হয়।

প্রাতিষ্ঠানিক ভাবে এক বছরের এই কোর্সে নাটক বিষয়ের পাশাপাশি পাঠদানে তার কার্যকরিতা নিয়ে সম্যক ধারনা দেওয়া হয়। যাতে করে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে পাঠদান নাটক সহায়ক ভূমিকা নিতে পারে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে। এই কোর্সের জন্য সমগ্র দেশ থেকে ২০ জনকে বাছাই করে এক বছরের জন্য প্রশিক্ষন দেওয়া হয়। সোমবার নজরুল কলাক্ষেত্র স্থিত ন্যাশনাল স্কুল অফ ড্রামার এই কোর্সের দশম ব্যাচের দীক্ষারম্ভ পর্বের সূচনা হয়। উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার প্রাপ্ত স্বপন নন্দী, প্রভিতাংশু দাস, কোর্সের প্রশিক্ষক মনিষ সোনি সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য