Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যনির্বাচনে বিরোধীদের ভরাডুবি হবেই, এ সত্যকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না :...

নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হবেই, এ সত্যকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : ১৬ ফেব্রুয়ারি বিধানসভা ভোটে রাজ্যের মধ্যে ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া এবং রেগিং ছাড়াই এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ঘর থেকে বেরিয়ে ভোট দান করেছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও আরক্ষা দপ্তর নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এর জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। রবিবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

 এত সুন্দর নির্বাচন সংগঠিত হওয়ার পর কংগ্রেস ও কমিউনিস্টরা বিগত দুইদিন যাবত রাজ্যে রাজনৈতিক হিংসা , রাজনৈতিক প্রতিহিংসা সংঘটিত করা শুরু করেছে। এবিষয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছে বিজেপি। কুমারঘাট , এন সি নগর , কাকড়াবন,  ৬ আগরতলা,  খোয়াই , মান্দাই,  সিমনা সহ বিভিন্ন জায়গায়  প্রতিহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস নিয়ে অব্যাহত রেখেছে। তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য বিজেপি প্রস্তুত আছে বলে জানান তিনি। এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ২৫ বছরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকা কমিউনিস্ট এবং এখন নতুন করে গুন্ডাবাহিনী কংগ্রেস সংযুক্ত হয়েছে। সন্ত্রাসের উপর হাতিয়ার করে তাদের রাজত্ব কায়েম ছিল। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের  এই সন্ত্রাস কায়েম ছিল।  অন্যদিকে মাত্র ১৩ টি আসনে প্রার্থী দিয়ে রাজ্য জয়ের দিবা স্বপ্ন দেখছে কংগ্রেস। গুন্ডা-বাহিনী ও সন্ত্রাসের দল এক হয়ে রাজ্যের মানুষের ওপর প্রতিহিংসার রাজনীতি নামিয়ে আনছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২৩ সালে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই সত্যকে রুখতে   পারে এমন কোন শক্তি নেই বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হবেই।  এই সত্যকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না। কাউন্টিং এজেন্ট  খুজে না পেয়ে এখন রাজ্যজুড়ে ক্ষমতায় আসার কথা বার বার সামনে আনছে কংগ্রেস ও কমিউনিস্ট। দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানান এই প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য। প্ররোচনা করে বিজেপির কার্যকর্তা ও রাজ্যের মানুষের মধ্যে অশান্তির তৈরি করার চেষ্টা হলে বিজেপি প্রস্তুত আছে বলে জানান প্রদেশ সভাপতি। প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বেরিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন। এই মিথ্যা প্ররোচনা দিয়ে অশান্তির বাতাবরণ তৈরীর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ রাজ্যের মানুষ অশান্তির বাতাবরণ তৈরি হোক তা চায়না বলেও জানান তিনি

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!