স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : দুই নেশাকারবারীকে লালমাটিয়া এলাকা থেকে আটক করল পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৩.৩৭ গ্রাম হেরোইনের প্যাকেট। আটক দুই নেশাকারবারীর নাম পিন্টু মিয়া, বাড়ি প্রতাপগড় ষ্টীল ব্রিজ সংলগ্ন এলাকায় এবং সোহাগ মিয়া, বাড়ি রামঠাকুর সংঘ এলাকায়। আটক হেরোয়িনের বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানান সদর এস ডি পি ও।
তিনি আরো জানান এই অভিযান চলাকালীন সময়ে তাদের সঙ্গে থাকা বেশ কিছু ব্যক্তি পুলিশের উপর আক্রমণের চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে পিন্টু মিঞা নেশা সেবন করে। আর তাই সময় মতো নেশা সেবন করতে না পারায় অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন। আটক অপর যুবক সোহাগ মিঞাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। এদিকে এদিন পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় সদর এস ডি পি ও-র নেতৃত্বে অভিযান চালানো হয়। এই এলাকায় একটা চক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই অভিযান চালানো হয় বলে জানান তিনি।