Monday, January 13, 2025
বাড়িরাজ্যমিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও

মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : নতুন বাজারে বিরোধী দলের ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে নির্বাচনের আগে থেকেই সন্ত্রাস শুরু করেছিল বিজেপি। তারপরেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় বিরোধীদলের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। এবং সেই সময় প্রতিরোধ গড়ে তুললে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বিরোধীদলের কর্মীকে। এমনটাই অভিযোগ তুলে রবিবার প্রতিবাদে সামিল হয় প্রামিলা বাহিনী। তাই মিথ্যা মামলা প্রত্যাহার করে অভিযুক্ত শাসকদলের দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নতুন বাজার থানা ঘেরাও করল যতনবাড়ী শান্তি কলোনি এলাকার প্রমিলা বাহিনী।

 আন্দোলনকারীদের অভিযোগ গত বৃহস্পতিবার ভোটের দিন রাতে শাসকদলের দুষ্কৃতিকারীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে আক্রমন চালায়। আক্রমনে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন বাজার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হলেও পুলিশ দুষ্কৃতিকারীদের আটক করছে না। এদিকে পুলিশ সিপিআইএম কর্মী লিটন শীলকে শনিবার আটক করে থানায় নিয়ে আসে। থানা ঘেরাওকারীদের অভিযোগ লিটন শীলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে লিটন শীলকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেবার দাবি জানানো হয়। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাসকদলের দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা। পুলিশ শাসকদলের দলদাস হিসেবে কাজ করে চলেছে বলেও অভিযোগ তুলেন প্রামিলা বাহিনী। দীর্ঘক্ষণ আন্দোলন চলার পর পুলিশের আশ্বাসের পর ঘেরাও প্রত্যাহার করে মহিলারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য