স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : দীর্ঘ পাঁচ বছর যাবত সরকারি সুযোগ না পেয়ে ভোটের পর প্রধানের বাড়িতে অভিযোগ জানাতে গিয়ে হাতাহাতিতে মৃত্যু হলো এক ব্যক্তির। গ্রেপ্তার দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি ও আইপিএফটি জোট সরকারের পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিধানসভা নির্বাচন শেষ হতেই দিলীপ শুক্ল দাস নামে এক ব্যক্তি জবাব চাইতে যায় গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাসের কাছে।
শনিবার গভীর রাতে বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের ৪৩ নং বুথ দ্বারিকাপুর এলাকায়। অভিযোগ গ্রামের বাসিন্দা দিলীপ শুক্লদাসের নেতৃত্বে ৮-১০ জন প্রধানের বাড়িতে হামলা চালায়। তখন প্রধানের পুত্র অমিত শুক্ল দাস আহত হয়। পরে প্রধানের পাল্টা আক্রমনে গুরুতরভাবে আহত হয় দিলীপ শুক্লদাস। তার মাথায় গুরুতর আঘাত লাগে। কল্যানপুর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে কল্যানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাথে সাথেই আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রাতেই দিলীপ শুক্ল দাসের মৃত্যু হয়। এই খবর চাউর হতেই গোটা এলাকায় পরিস্থিতি অবনতি হতে থাকে। এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা অতিরিক্ত পুলিশ, টি এস আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়। কল্যানপুর থানার পুলিশ অভিযোগের প্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাসকে গ্রেপ্তার করে। বর্তমানে গোটা এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ভোটের ৭২ ঘণ্টার মধ্যেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এখন দেখার পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।