Sunday, January 19, 2025
বাড়িরাজ্যহাতে গুনে সুদীপ বললেন আর দশ দিন, সব হিসেব হবে

হাতে গুনে সুদীপ বললেন আর দশ দিন, সব হিসেব হবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : বামফ্রন্ট এবং কংগ্রেস নোংরা এবং হিংসার রাজনীতি বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরার নেতাদের দিল্লি থেকে নিরাপত্তা কর্মী দিয়ে দেওয়া হবে। কিন্তু যেসব দুর্বৃত্তরা দলের হয়ে মানুষের উপর হামলা হুজ্জতি তারা জনরোষের শিকার হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করলেন সুদীপ রায় বর্মন। রবিবার দুপুরে বিশালগড়ে ভোটের পর সংঘটিত হওয়া রাজনৈতিক সন্ত্রাসের শিকার অসহায় মানুষের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন সুদীপ রায় বর্মন।

 তিনি আরো বলেন বিজেপির দুর্বৃত্তরা সংযত হয়ে যান। বোঝার চেষ্টা করুন। পরে কেউ পাশে থাকবে না। এই কথাগুলি আগামী দুই মার্চের পর মিলিয়ে নেওয়ার জন্য বললেন সুদীপ রায় বর্মন। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, সময় আসছে সব হিসেব হবে। এ ধরনের সন্ত্রাস থেকে বের হয়ে আসতে আহ্বান জানান সুদীপ রায় বর্মন। তিনি বলেন ভোটে বিজেপি কারচুপি করতে পারেনি। এবং হুইলিয়া জারি করার পরেও মানুষ গিয়ে ভোট দিয়েছে। আরো বলেন ইভিএম পাল্টে নেবে বলে মনোবল শক্ত করার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু করতে পারেনি। ইভিএম স্ট্রং রুমে রয়েছে। মানুষ গত ৫ বছরের যথেষ্ট অপমান অত্যাচার সহ্য করেছে। আর দশ দিন! এভাবেই সতর্ক করে দিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। এদিন সুদীপ রায় বর্মন, ক্ষতিগ্রস্ত কংগ্রেস এবং বামফ্রন্ট পরিবার গুলি পাশে থাকারও আশ্বাস দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য