স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : সিপিআইএম আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হলেন উপপ্রধান। ঘটনা শনিবার মেলাঘর বাজারে। উপপ্রধান সুব্রত দেবকে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ। তিন থেকে চার জন সিপিআইএম কর্মী মিলে আক্রমণ করেছে বলে অভিযোগ। সুব্রত দেব কুমাইরা মুচার উপপ্রধান। তিনি জানান, মেলাঘর বাজারে তিন থেকে চারজন সিপিআইএম কর্মী তাকে মারধর করে। এতে মাথায় গুরুতর আঘাত লাগে তার।
পরে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উপপ্রধানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। বর্তমানে সুব্রত দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির উপ প্রধান সুব্রত দেব জানান এই আক্রমণের পর স্থানীয় বিজেপি কার্যকর্তারা তিন থেকে চার জন সিপিআইএমের কর্মীদের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করেন। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনায় স্পষ্ট যে শুধু বিজেপির কাঁধে দোষ চাপালে ভুল হবে। পাল্লা দিয়ে চলছে বিরোধীদেরও সন্ত্রাস। রেহাই পাচ্ছে না শাসক দলের কর্মীরা। রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়ে আছে সাধারণ মানুষের মধ্যে। এ ধরনের ঘটনায় বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে হয়তো গণপ্রতিরোধ গড়ে উঠতে পারে।