Saturday, July 27, 2024
বাড়িরাজ্যএকঝাঁক রোহিঙ্গা ও বাংলাদেশি আটক

একঝাঁক রোহিঙ্গা ও বাংলাদেশি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :  ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আটক ১৪ জন রোহিঙ্গা সহ দুজন বাংলাদেশি। আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। পুলিশের কাছে খবর ছিল কিছু রোহিঙ্গা কলকাতা যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসবে। সেই মোতাবেক আগরতলা রেলস্টেশনে শনিবার আরপিএফ জওয়ানদের সাথে নিয়ে উৎপেতে বসে থাকে আগরতলা সরকারী রেল পুলিশ থানার কর্মীরা।

 রোহিঙ্গারা আগরতলা রেল স্টেশনে শনিবার সকাল আটটা পাঁচ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে যাওয়ার জন্য আসলে তাদের সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে তাদের পরিচয় পত্র জানতে চাইলে ষ্পষ্ট হয়ে যায় তারা রোহিঙ্গা। মোট ১৬ জনকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি এবং বাকি ১৪ জন রোহিঙ্গা বলে জানায় পুলিশ। পুলিশের ধারণা এর সাথে একটা দালাল চক্র জড়িত রয়েছে। যারা ভারতে এভাবে পাচার করে চলেছে। তবে কোন দিক দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে সে বিষয়টিও তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানান পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জী। পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জী আরো জানান, চলতি মাসে এখন পর্যন্ত ৩৩ জন আটক করা হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন উপলক্ষে কঠোর নজরদারি রয়েছে সীমান্তবর্তী এলাকায়। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে সিল করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্ত। তারপরও কিভাবে বেআইনিভাবে প্রবেশ চলছে! এর জন্য দায়ী কে প্রশ্ন জনমনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য