স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কুমারঘাট। সংঘর্ষের ঘটনায় আহত দুই দলের বহু কর্মী সমর্থক। চাপা উত্তেজনা বিরাজ করছে কুমারঘাট ভগৎ সিং এলাকায়। প্রচুর পরিমাণে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে পাবিয়াছড়া কংগ্রেস কার্যালয় ভাংচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। এর জের ধরে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে কুমারঘাট।
সকালে সিপিএম একজন কর্মীকে দুষ্কৃতিকারীরা মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআইএম এবং কংগ্রেস কুমারঘাট – আগরতলা ৮ নং জাতীয় রাস্তা অবরোধে বসেন। সিপিএম কংগ্রেসের রাস্তা অবরোধ চলাকালীন সময় হঠাৎ করে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় একটি বাইক ভাঙচুর করা হয় এবং একজন সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে সিপিআইএমের তরফ থেকে অভিযোগ করা হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থক। ব্যাপক মারধোরের ঘটনা ঘটে। দুই দলের বহু কর্মী সমর্থক আহত হয় সংঘর্ষের ঘটনায়। এই পরিস্থিতিতে কুমারঘাট ভগৎ সিং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি আরো ভয়ানক আকার রূপ ধারণ করতে পারে। তবে প্রচুর পরিমাণে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে। ভোটের পর সারা রাজ্যে এভাবে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সংগঠিত হওয়ার ফলে পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাবে, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে প্রতিরোধ করে তুলতে পারে সাধারণ মানুষ। কারণ গত দুদিনের রাজ্যে ঝড়ছে রক্ত। ভাঙচুর হয়েছে বাড়িঘর এবং দলীয় কার্যালয়। প্রশাসন ঠুঁটো জগন্নাথ!