Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদযে শহরে পাঁচ দিনে তাপমাত্রা কমল ৩০ ডিগ্রি

যে শহরে পাঁচ দিনে তাপমাত্রা কমল ৩০ ডিগ্রি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ ফেব্রুয়ারি: চলছিল তীব্র দাবদাহ। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করে। কমতে কমতে তা রেকর্ড পরিমাণ নেমে যায়। রীতিমতো দেখা দেয় শৈত্যপ্রবাহ। আর এমনটা ঘটেছে মাত্র পাঁচ দিনে।অবাক করা এ ঘটনা ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। এত অল্প সময়ের মধ্যে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কমে গেছে।গত রোববার বুয়েনস এইরেসের তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এটা রীতিমতো দাবদাহ। গরমে কষ্ট পাচ্ছিলেন শহরটির বাসিন্দারা। এর পর থেকে তাপমাত্রা ক্রমে কমে এসেছে। গত বৃহস্পতিবারে বুয়েনস এইরেসে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ৫ দিনে শহরটির তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি কমে গেছে।আর্জেন্টিনার আবহাওয়া দপ্তরের খবর, গত বৃহস্পতিবারের মতো এত কম তাপমাত্রা সাধারণত ফেব্রুয়ারি মাসে দেখা যায় না। এটা (৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ১৯৫১ সালের পর ফেব্রুয়ারিতে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। আর ১৯১০ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে কম ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় এখন গ্রীষ্মকাল চলছে। এবারের গ্রীষ্মে দেশটি গত সপ্তাহ পর্যন্ত আটটি দাবদাহের মুখোমুখি হয়েছে। দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এদিকে গত সপ্তাহে বুয়েনস এইরেস থেকে ৫৬০ কিলোমিটার পশ্চিমে সিয়েরা দে লা ভেনতানা পর্বতমালাসংলগ্ন এলাকায় তুষারপাত শুরু হয়েছে। ওই অঞ্চলে তাপমাত্রা নেমেছে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়াবিদ ক্রিস্টিয়ান গারাভাগলিয়া বলেন, দক্ষিণ মেরু থেকে আসা শীতল বাতাস আন্দিজ পর্বতমালা পেরিয়ে আর্জেন্টিনার মধ্যাঞ্চলে প্রবেশ করছে। এ কারণে শীত বেশি লাগছে। তাই মাত্র পাঁচ দিনের ব্যবধানে রাজধানী বুয়েনস এইরেসের সড়ক রৌদ্রোজ্জ্বল থেকে কুয়াশাচ্ছন্ন হয়েছে।ক্রিস্টিয়ান গারাভাগলিয়া আরও বলেন, আবহাওয়ার এই চরম পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছে লা নিনার সক্রিয় প্রভাব। লা নিনা সক্রিয় থাকলে বায়ু ও মাটি স্বাভাবিকের চেয়ে বেশি শুষ্ক হয়ে ওঠে, যা তাপমাত্রার চরম পরিবর্তনে ভূমিকা রাখে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য