Thursday, March 30, 2023
বাড়িরাজ্যকংগ্রেস কর্মীকে মারধরের খবর পেয়ে ছুটে গেলেন সুদীপ

কংগ্রেস কর্মীকে মারধরের খবর পেয়ে ছুটে গেলেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার রাতে এনসিসি থানার অন্তর্গত বিবেকানন্দ আবাস এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। অভিযোগ এক কংগ্রেস কর্মীকে মারধর করেছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায় এই আবাসের আবাসিকদের উদ্দেশ্যে লিটন মোদক নামে এক বিজেপি আশ্রিত দুর্বৃত্ত হুলিয়া জারি করে তারা যেন ভোট প্রদান করতে ভোট কেন্দ্র না যায়, এবং তাদের মধ্য থেকে কেউ যেন সুদীপ রায় বর্মণের হয়ে পোলিং এজেন্ট না হয়। কিন্তু বিবেকানন্দ আবাসনের আবাসিকরা মাফিয়া লিটন মোদকের হুলিয়া অমান্য করে ভোট প্রদান করতে যায়। রাতের বেলা লিটন মোদক আবাসনে মদের আসর বসায়। বিষয়টি এক কংগ্রেস কর্মীর নজরে আসার পর সে বাধা দিতে গেলে তার উপর লিটন মোদক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আবাসনের বেশ কয়েকজন আবাসিককে বেধড়ক ভাবে মারধর করে। প্রতিবাদে সরব হয় আবাসনের অন্যান্য আবাসিকরা।

 ঘটনার খবর পেয়ে এন সি সি থানার পুলিশ দু’ঘণ্টার পর ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে আবাসনের মানুষ। শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ লিটন মোদককে আটক করে নিয়ে যায়। শুক্রবার আবাসিকদের সাথে কথা বলতে ছুটে যান ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। তিনি আবাসিকদের সাথে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মাফিয়া লিটন মোদক আবাসনের এক মহিলার ঘর জোর পূর্বক দখল করে বসবাস করছে। তিনি অবিলম্বে লিটন মোদককে আবাসন থেকে উৎখাত করার দাবি জানান। তিনি আরো জানান লিটন মোদক আবাসন বাসীর উপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছে। তার জন্য আবাসনবাসী অতিষ্ঠ। পাশাপাশি তিনি কাউন্সিলার লতা নাথের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভোটের দিন কিছু বাইক বাহিনীকে সাথে নিয়ে এসে বোমা ছুড়েছিল আবাসনে লতা নাথ। কিন্তু পরবর্তী সময় এটা না ফুটায় ড্রেইনে পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। তাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা দাবি জানান সুদীপ রায় বর্মন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য