Thursday, March 30, 2023
বাড়িরাজ্যআহত কর্মীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন বিরোধী দলনেতা

আহত কর্মীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : আহত কর্মীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা। জানা যায়,বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন রাজনীতিক দলের কর্মীদের রক্ত ঝরেছে। কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্র এলাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বিজেপির দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হতে হয় সিপিআইএম কর্মী আশিস গাঙ্গুলিকে বলে অভিযোগ।

জানা যায়, এদিন সকাল আশিস গাঙ্গুলি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভোট দেওয়ার উদ্দেশ্যে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন। ভোট কেন্দ্রের সন্নিকটে যাওয়ার পর বিজেপি দুষ্কৃতীরা পিছন থেকে আশিষ গাঙ্গুলির মাথায় আঘাত করে। এতে আশিষ গাঙ্গুলি গুরুতর ভাবে আহত হন। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার জিবি হাসপাতালে আশিষ গাঙ্গুলিকে দেখতে ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি জিবি হাসপাতালে গিয়ে আহত আশিষ গাঙ্গুলি ও হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি জানান নিজের বাবার সামনে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয় আশিষ গাঙ্গুলি। পরবর্তী সময় বাবার নির্দেশে আহত অবস্থায় আশিষ গাঙ্গুলি নিজের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটাধিকার প্রয়োগ করার পর আশিষ গাঙ্গুলিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জিবি হাসপাতালে আশিষ গাঙ্গুলি চিকিৎসাধীন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য