Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যরাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ছাড়া নির্বাচনে প্রস্তাব প্রদ্যুতের

রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ছাড়া নির্বাচনে প্রস্তাব প্রদ্যুতের

আগরতলা, ১৭ ডিসেম্বর (হি. স.) : রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ছাড়া নির্বাচনের পক্ষে সওয়াল করলেন ত্রিপুরা জনজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের(টিটিএএডিসি) সদস্য প্রদ্যুত কিশোর দেব্বর্মন। আজ এডিসি-র বিশেষ অধিবেশনে তিনি ওই প্রস্তাব এনেছেন। তাঁর কথায়, ভিলেজ কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ব্যবহৃত না হলে দ্বন্দ্ব এড়ানো সম্ভব হবে। এ-বিষয়ে তিনি বিরোধীদের সহযোগিতা চেয়েছেন।

তাতে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সহজেই প্রতিহত করা সম্ভব হবে।তাঁর মতে, সবকিছুতেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সংঘাতের পেছনে অন্যতম কারণ। সেক্ষেত্রে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ব্যবহৃত না হলে দ্বন্দ্ব এড়ানো সম্ভব হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, উত্তর প্রদেশ, রাজস্তান, মহারাষ্ট্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ব্যবহৃত হয় না।তাঁর কথায়, রাজনৈতিক প্রতিক চিহ্ন মানুষের মধ্যে বিভেদ তৈরী করছে। ফলে, নির্বাচনকে ঘিরে সংঘাত লেগেই থাকে।

 তিনি জেলা পরিষদের বিজেপি সদস্যদের কাছে এ-বিষয়ে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বিরোধীরা সম্মতি দিলে ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রতিক চিহ্ন ছাড়াই সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর দাবি, এভাবে সম্পুর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে ভিলেজ কাউন্সিল গঠন সম্ভব হবে। তাঁর কথায়, ৫৮৭টি ভিলেজ কাউন্সিল রয়েছে যার মেয়াদ সমাপ্ত হয়েছে। কিন্ত, কোভিডের প্রকোপের জেরে নির্বাচন সংগঠিত করা সম্ভব হয়নি। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য