Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যউত্তপ্ত চড়িলাম, আহত ১২, ভাঙচুর গাড়ি, বাইক থেকে শুরু করে বিজেপি অফিস

উত্তপ্ত চড়িলাম, আহত ১২, ভাঙচুর গাড়ি, বাইক থেকে শুরু করে বিজেপি অফিস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার বিকালে সরব প্রচার শেষ হতে না হতেই অশান্তির বাতাবরণ উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে। ঘটনা চড়িলাম বিধানসভার অন্তর্গত লালসিংমুড়ায়। এদিন তিপ্রা মথা ও বিজেপি’র মধ্যে রাজনৈতিক সংঘর্ষে আহত হয় ১২ জন বিজেপি কর্মী। উত্তেজিত তিপ্রা মথার সমর্থকরা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ। এছাড়া এলাকার বেশ কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়েছে তারা।

গাড়ি, অটো রিক্সা, মোটরবাইক সহ অন্যান্য সম্পদেও ভাঙচুর করে উত্তেজিতরা। হামলায় অন্তত ১২ জন বিজেপির কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও নির্বাচন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। রাজনৈতিক হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকার জাতি উপজাতি উভয় অংশের মানুষ আতঙ্কগ্রস্ত। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার নির্বাচনি এলাকায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা সম্ভব হবে কিনা তা নিয়েও হলে নানা প্রশ্ন করতে শুরু করেছে। এই কেন্দ্রে তিপ্রা মথা ও বিজেপি কোন পক্ষই প্রতিপক্ষকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। সরব প্রচারের শেষ দিনে লাল সিং মুড়া এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় সাধারণ ভোটাররা আতঙ্কগ্রস্থ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য