Sunday, May 18, 2025
বাড়িবিশ্ব সংবাদগুলি করে নামানো অজ্ঞাত বস্তুগুলো ‘নিরীহ’, ধারণা যুক্তরাষ্ট্রের

গুলি করে নামানো অজ্ঞাত বস্তুগুলো ‘নিরীহ’, ধারণা যুক্তরাষ্ট্রের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ ফেব্রুয়ারি: হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী আকাশ থেকে যে তিনটি অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে নামিয়েছে সেগুলোর সঙ্গে কথিত চীনা গুপ্তচরবৃত্তির যোগসাজশ আছে বলে কোনো ইঙ্গিত মেলেনি ।এই বস্তুগুলো সম্ভবত ‘বাণিজ্যিক বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যে কারণে বিপজ্জনক নয়, বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি।বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার কর্তৃপক্ষ এখন পর্যন্ত গুলি করে নামানো ও্ই আকাশযানগুলোর ধ্বংসাবশেষের খোঁজ পায়নি বা সেগুলোর কোনো অংশ উদ্ধার করতে পারেনি।বেইজিং এর আগে মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্র ‘ট্রিগার চেপেই খুশিতে আটখানা’।চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান সাউথ ক্যারোলাইনার উপকূলীয় জলসীমার আকাশ থেকে একটি চীনা বেলুনকে গুলি করে নামায়।ওই বেলুন বেইজিং সংবেদনশীল মার্কিন স্থাপনায় নজরদারি করতে উড়িয়েছিল বলে অভিযোগ ওয়াশিংটনের।চীন ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বেলুনটি একটি মামুলি আবহাওয়া পর্যবেক্ষণকারী আকাশযান, যা পথভ্রষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কারবি বলেন, আলাস্কা, কানাডা ও মিশিগানের ওপর থেকে যে বস্তুগুলো নামিয়ে আনা হয়েছে সেগুলোর ধ্বংসাবশেষ না পাওয়া গেলে এবং সেসব বিশ্লেষণ করা না গেলে এগুলোর উদ্দেশ্য কিংবা উৎস বুঝতে পারা মুশকিল।

 “এই তিনটি বস্তু যে চীনের গুপ্তচরবৃত্তির অংশ কিংবা বাইরের কারও গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রচেষ্টায় জড়িত এ বিষয়ক কোনো লক্ষণ বা এই ধারণার সঙ্গে সংশ্লিষ্ট কিছু দেখিনি আমরা,” সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি।কারবি জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে যে ‘ব্যাখ্যাটি সবচেয়ে শক্তিশালী’ মনে হচ্ছে সেটি হলো এগুলো বাণিজ্যিক বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত সাধারণ বেলুন হতে পারে।“যার মানে বিপজ্জনক নয়,” বলেছেন তিনি।তবে এখন পর্যন্ত কোনো কোম্পানি, সংস্থা বা সরকার বস্তুগুলোর মালিকানা দাবি করেনি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এই কর্মকর্তা।সর্বশেষ যে বস্তুটিকে হুরন হ্রদের ওপর থেকে গুলি করে নামানো হয়েছে, তাতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান থেকে প্রথম যে সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল।“প্রথম শটটি মিস হয়, দ্বিতীয় শটটি লাগে,” মঙ্গলবার ব্রাসেলস সফরকালে এমনটাই বলেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে নামানোর মার্কিন প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন।“যুক্তরাষ্ট্রের অনেকেই জিজ্ঞেস করছেন, ‘এই ধরনের খরুচে পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও এর করদাতাদের জন্য সম্ভাব্য কী লাভ এনে দেবে?’, ” মঙ্গলবার বলেছেন ওয়াং ওয়েনবিন।৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশ থেকে গুলি করে নামানো কথিত ওই চীনা নজরদারি বেলুনের সেন্সর সোমবার আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। এফবিআই এখন সেগুলো খতিয়ে দেখছে।“উদ্ধারকর্মীরা সাউথ ক্যারোলাইনার উপকূলের কাছ থেকে শনাক্ত সেন্সর এবং ইলেকট্রনিকস সরঞ্জামসহ উল্লেখযোগ্য পরিমাণ ধ্বংসাবশেষ উদ্ধার করেছে,” বলেছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, চলতি মাসের শুরুর দিকে চীনের দক্ষিণ উপকূলের হাইনান দ্বীপের একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ওই চীনা বেলুনটির ওপর নজর রাখা শুরু করেছিল।উড্ডয়নের কিছু সময় পরই বেলুনটি যুক্তরাষ্ট্রের গুয়াম ও হাওয়াইয়ের দিকে ভেসে যায়, পরে সেটি উত্তর দিকে আলাস্কার দিকে অগ্রসর হতে থাকে, সিবিএস নিউজকে এমনটাই বলেছেন মার্কিন কর্মকর্তারা।পরিচয় প্রকাশ রাজি না হওয়া ওই কর্মকর্তারা বলেন, বেলুনটির যাত্রাপথ দেখে মনে হয়েছে, আবহাওয়ার কারণে এটি পথ ভুল করে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে; তবে এটি যখন উত্তর আমেরিকা মহাদেশের মার্কিন ভূখণ্ডে পৌঁছায় তখন ফের এর নিয়ন্ত্রণ চীনাদের হাতে চলে যায়।এই প্রসঙ্গে মঙ্গলবার পুরো মার্কিন সেনেট সামরিক নেতাদের কাছ থেকে গোপনীয় ব্রিফিং পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।সেনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা চাক শুমার বলেছেন, আকাশযানটি আগে শনাক্ত করা যায়নি কেন, সেনেট তা খতিয়ে দেখবে।এদিকে ইউরোপের আকাশসীমায় একটি উড়ন্ত বস্তুর প্রবেশ খতিয়ে দেখতে রোমানিয়া মঙ্গলবার তাদের যুদ্ধবিমানগুলো পাঠিয়েছিল। কিন্তু দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায়, পাইলটরা ওই বস্তুটি শনাক্ত করতে না পারায় আধাঘণ্টা পর তারা মিশনটি বাতিল ঘোষণা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!