স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : নির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার পর বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললো সিপিআইএম এবং কংগ্রেস। নালিশ জানাতে নির্বাচন কমিশনের দারস্থ হয় রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম -এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে তিনজনের প্রতিনিধি দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চাপার দিয়ে কোটি কোটি টাকা রাজ্যে নিয়ে এসেছে।
আগরতলা দুটি বেসরকারি হোটেলে বস্তায় বস্তায় টাকা নিয়ে এসে দিল্লির নেতারা মানুষের মধ্যে বিতরণ করেছে। নির্বাচনকে প্রভাবিত করতে এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বিজেপি। তাই নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে যাতে দিল্লি থেকে আসা নেতাদের দুটি হোটেলে নির্বাচন কমিশন তল্লাশি চালায় এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যাতে অবিলম্বে ব্যবস্থা নিতে সিসি ক্যামেরায় রেকর্ড দেখা হয়। রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যের কাছে আরো অভিযোগ জানানো হয়েছে, বিজেপির বাইক বাহিনীকে সচল করতে যে চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকে দৃষ্টি দিতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে মুখ্য আধিকারিককে। তদন্ত করা না হলে জিরো ভায়োলেন্স সফল হবে না বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যের সাথে দেখা করে এই কথা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। কিন্তু গত কয়েকদিন একাধিক দাদন বিলের অভিযোগ উঠেছে বিজেপির নেতা-নেত্রীদের বিরুদ্ধে। এই ঘটনাগুলি কতটা সুষ্ঠু তদন্ত হয়েছে তা নিয়েও সংশয় রয়েছে জনমনে।