Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যমোর্চার কর্মীদের হাতে  আক্রান্ত হলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

মোর্চার কর্মীদের হাতে  আক্রান্ত হলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : ভোটের মুখে বেআইনি কার্যকলাপ করতে গিয়ে বিজেপি’র মহিলা মোর্চার কর্মীদের হাতে আক্রান্ত হলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। ঘটনা ধর্মনগর জেল রোড এলাকায়। অভিযোগ তিনি বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেনকে ভোট না দেওয়ার জন্য দাদন বিলি করতে গিয়েছিলেন জেল রোড এলাকার পুরনো বিজেপি কার্যকর্তার বাড়িতে। অভিযোগ বর্ণালী গোস্বামী নিজে প্রার্থী হতে না পেরে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্যীকে জয়ী করার জন্য এলাকায় দাদন বিলি করছিলেন। কিন্তু সে সময় এলাকার মহিলা মোর্চার কর্মীরা বিষয়টি টের পেয়ে বিশ্বজিতের বাড়ি ঘেরাও করে বের করে নিয়ে আসে মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং বিশ্বজিৎকে।

তারপর বেধড়ক মারধোর করা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং বিশ্বজিৎকে। স্থানীয় মহিলা মোর্চার কর্মীদের মারে আহত হন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামী। তিনি কেঁদে বলেন, বিশ্ববন্ধু সেনের হয়ে তিনি বিজেপি কর্মী বিশ্বজিতের বাড়িতে এসেছিলেন। কিন্তু এলাকায় বিরোধী দলের ষড়যন্ত্রকারীরা মিথ্যা অভিযোগ তুলে তার উপর আক্রমণ সংগঠিত করেছে। যাতে বিজেপির ভোট নষ্ট করা যায়। বিরোধী দলের এই মহিলাদের কারণে সমাজে মহিলারা অসুরক্ষিত। তারা বিজেপি কর্মী বলে বিরোধীদের হয়ে কাজ করছে। বিজেপি দলের সাথে এ ধরনের দাদনের কোন সাংস্কৃতি নেই। আজকের ঘটনা নারী নির্যাতন নয়। এটা রাজনৈতিক ঘৃণা চক্রান্ত মূলক কাজ।

 যারা এই ঘটনার সাথে জড়িত তারা বিজেপির ক্ষতি করার চেষ্টা করছে বলে জানান তিনি। এলাকার কাউন্সিলর পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত ছিলেন। পুলিশের সামনেই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করবে বলে জানা যায়। তবে গত কয়েক দিনে বিজেপি বহু নেতা-নেত্রীর বিরুদ্ধে দাদন বিলির অভিযোগ উঠেছে। তবে বর্ণালী গোস্বামী আসন্ন নির্বাচনে টিকিট না পেয়ে দলের অন্দরে তীব্র ষড়যন্ত্রের জাল বিছিয়ে ছিল বলে মনে করছে দলের কর্মীরা। শেষ পর্যন্ত ভোটের একদিন আগে সমস্ত রহস্য উদঘাটন হয়ে গেল। মার খেলে মহিলা কমিশনের চেয়ারপার্সন। এবং তিনি খুদ আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য