স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীরা মঙ্গলবার উমাকান্ত স্কুল থেকে তাদের ভোটের সামগ্রী গ্রহণ করে। এদিন সকাল থেকেই ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা তাদের সামগ্রী বুঝে নেয়।
সদরের অ্যাডিশনাল এসডিএম তথা রিটার্নিং অফিসার বৈজয়ন্তী দাস জানান এদিন সমস্ত কর্মীরা তাদের ভোট সামগ্রী বুঝে নেন। সদরের অধীন ৮ টি বিধানসভায় ৪৫৩ টি পোলিং ষ্টেশন রয়েছে। সমস্ত পোলিং ষ্টেশনের জন্য নির্ধারিত ভোট গ্রহণ কর্মীদের দল গুলি এদিন তাদের সামগ্রী গুলি বুঝে নিয়েছে। বুধবার সকাল থেকে এই ভোট সামগ্রী নিয়ে সমস্ত টিম গুলি তাদের বুথের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানান তিনি। সদরের অধীন ৮ টি বিধানসভা কেন্দ্রে প্রতিটিতে ২ টি করে মোট ১৬ টি মহিলা পরিচালিত পোলিং ষ্টেশন রয়েছে বলে জানান সদরের অ্যাডিশনাল এসডিএম তথা রিটার্নিং অফিসার বৈজয়ন্তী দাস।