স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : আবারো চাকরির জন্য দপ্তরের দ্বারস্থ হলো ডিগ্রিধারী বেকাররা। চাকুরিতে নিয়োগের দাবিতে শুক্রবার গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এ এন এম এবং এম পি ডাব্লিও ডিগ্রি ধারী বেকার যুবক যুবতীরা। এ এন এম এবং এম পি ডাব্লিও ডিগ্রিধারী বেকার যুবক যুবতীদের অভিযোগ ২০১৭ সালের পর স্বাস্থ্য দপ্তরে এ এন এম ও এম পি ডাব্লিও-দের স্থায়ী ভাবে নিয়োগ করা হচ্ছে না।
সর্বশেষ ৬ মাস পূর্বে প্রায় ১০০ জনকে নিয়োগ করা হয় তাও চুক্তির ভিত্তিতে। বর্তমানে স্বাস্থ্য দপ্তরে বহু শূন্যপদ রয়েছে। তাই তাদের দাবি শূন্যপদ গুলি অতিসত্বর পূরণ করা হোক। তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। কিন্তু এ এন এম এবং এম পি ডাব্লিও -দের নিয়োগের বিষয়ে কোন ঘোষণা করা হয়নি। তাই তারা এইদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করেছে। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন রাজীব সাহা, পরিতোষ দাস, সানি সেনগুপ্ত।